জাফর মিয়া,(সিনিয়র রিপোর্টার) মুন্সিগঞ্জ:

ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঘুরতে গিয়ে  মেঘনা সেতুর নিচে মুঠোফোনে নিজের ছবি ধারণ করার সময় মেঘনা নদীতে পড়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, সাঁতার না জানায় মুহূর্তেই নদীতে তলিয়ে যায় নিখোঁজ হয় কলেজ ছাত্র ফারুক হোসেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজ ছাত্র ফারুক হোসেন (১৯) নারায়ণগঞ্জ সিটি কর্পোরসনের সিদ্ধিরগঞ্জ থানার সানারপার এলাকার ৩নং ওয়ার্ডে বাসিন্দা ও আতিক হোসেনের ছেলে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি,নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের ছাত্র ছিলেন।
নিখোঁজ ফারুকের বাবা আতিক হোসেন বলেন, আমার ছেলে ভালো সাঁতার না জানায়,সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি এখন মরদেহের অপেক্ষায় দাঁড়িয়ে আছি নদীর তীরে।
বিষয়টি নিশ্চিত করে,ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের ইর্নচাজ আবুল খায়ের জানায়, ঢাকা থেকে  ৫ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল এবং সেনারগাঁও থেকে ৭ জন উদ্ধার টিম দীর্ঘ ২ ঘন্টা উদ্ধার অভিযান চালায়। পরে রাত হওয়ার আজকের মতো অভিযান বন্ধ রেখেছে।আগামীকাল আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।
এ ঘটনায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহাবুব আলম জানায় ঘটনা স্থালে পুলিশের টিম পাঠানো হয়েছে ফলে উদ্ধার কর্যক্রম অব্যহত থাকবে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত।