নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর ইসলামীয়া দাখিল মাদরাসা পরিচালনার জন্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে অহিদুল ইসলামকে সভাপতি,
মাওলানা মোঃ শহিদুল্লাহ্ সদস্য সচিব ও মোঃ আলমগীর হোসেনকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়। গত ২৩ মার্চ জারিকৃত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর মোঃ আবদুছ ছাত্তার সাক্ষরিত পত্র ইস্যূর তারিখ থেকে আগামী ৬ (ছয়) মাসের জন্য রসুলপুর ইসলামীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই সাথে পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর সমূহে প্রেরণ করা হয়।

অহিদুল ইসলাম অহিদ সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা)। তিনি মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-আহবায়ক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়কের দায়ীত্ব পালন করেছেন।

অহিদুল ইসলাম অহিদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করায় রসুলপুর শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক, রসুলপুর হাফেজ খোরশেদ আলম শাহী ঈদগাহের সাধারণ সম্পাদক,রসুলপুর তাহেরুন্নেছা হাফেজি মাদ্রাসার সহ-সভাপতি,রসুলপুর কবরস্থানের সহ-সভাপতি, উত্তর বাসাইল জামে মসজিদ ও মাদ্রাসার সহ-সভাপতি,আল-মুসলিম গ্রুপ হিসাব বিভাগ (ক্যাশ) এর ম্যানেজারের দায়িত্ব তার উপর অর্পন করা হয়।

মাদক মুক্ত সমাজ, শিক্ষার মান উন্নয়ন সহ সিরাজদিখান উপজেলার জণসাধারণের আর্থসামাজিক উন্নয়নে যাতে সততা ও নিষ্ঠার সাথে নিজেকে নিয়োজিত করতে পারেন, সে জন্য অহিদুল ইসলাম অহিদ সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।