চাঁদপুর টিভি ডেস্ক।। ‘Digital Literacy For Everyone’এই শিরোনামে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ও সংসদ সদস্যদের সাথে সামাজিক যোগাযোগের সহজ মাধ্যম ‘আমার এমপি ডটকম’র ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংস্থ্যা আমার এমপি আয়োজিত ‘Digital Literacy For Everyone ওয়ার্কশপে বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান।
আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত’র সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের সময় তথ্য ও প্রযুক্তি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করা হয়েছে। আমরা ১০ বছর আগেও দেশের মানুষ ইন্টারনেট সম্পর্কে তেমন কিছু জানতো না। এখন বাংলাদেশের প্রায় ৪ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের কারণেই তা সম্ভব হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, সাধারণ শিক্ষা থাকলেই হবে না। ডিজিটাল শিক্ষাও থাকতে হবে। বর্তমান যুগ ডিজিটালের যুগ। এই যুগে আমরা ইন্টারনেটসহ নানা আধুনিক বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। কারণ অজ্ঞতার কারণে আমরা না বুঝে ইন্টারনেট ব্যবহারের কারণে অনেক সময় নিজের বা দেশের ক্ষতি করে বসে থাকি। তাই আজকের আয়োজন আমাদের সে বিষয়ে সচেতন করবে বলে মনে করি। স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমার এমপি শুরু থেকেই দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। আমার এমপি’র প্রতিষ্ঠাতা সুশান্ত দাস গুপ্ত নিজস্ব মেধা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সংস্থাকে। আমি এ সংস্থার সাফল্য কামনা করি।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, জনগন ও এমপিদের মধ্যে সেতু বন্ধন হচ্ছে আমার এমপি। বাংলাদেশে এই প্রথম কোন স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। জনসাধারণের সাথে এমপিদের সংযুক্ত করে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। আজ এ সংস্থার আয়োজনে ডিজিটাল লিটারেসি ফর এভরিওয়ান নামে যে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। তা সত্যিই প্রশংসনীয়। আমাদের ডিজিটাল বিষয়ে জানার প্রয়োজন আছে। আমরা অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইন্টারনেটে অনেক ভুল করে থাকি। আজকের এই ডিজিটাল লিটারেসি ওয়ার্কশপ থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বলে আমি আশা করি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আইসিটি ডিভিশন আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক ও জয়েন্ট সেক্রেটারি সৈয়দ মজিবুল হক, জাতিসংঘ উন্নয়ন সংস্থা পার্টনারশিপ ফর এ টলারেন্ট ইনক্লুসিভ বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার সিদ্ধার্থ গোস্বামী।

স্বেচ্ছাসেবী সংস্থ্যা আমার এমপি আয়োজিত ‘Digital Literacy For Everyone ওয়ার্কশপে বক্তব্য রাখছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আমার এমপি’র ভলান্টিয়ার মারজাহান জিদনী ও পাবনা ৫ আসনের অ্যাম্বাসেডর জাহিদ হাসান ইমন।
ওয়ার্কশপের বিশেষ পর্বে তথ্য যাচাইয়ের ৬টি উপায় শীর্ষক একটি কারিগরি পত্র উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন সংস্থা থেকে আগত অতিথিবৃন্দ।
আমার এমপির অ্যাম্বাসেডর, ভলান্টিয়ার এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আয়োজিত ওয়ার্কশপে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা, মার্কেটার, শিক্ষিত নারী-পুরুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফেইসবুক, টুইটার, ইউটিউব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, গুগল সার্চ, লিংকডিন, ই-মেইল হোয়াটসঅ্যাপস, ইন্ট্রাগ্রামসহ অনলাইন ভিত্তিক ডিজিটাল ব্যবহার ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন দেশের খ্যাতিমান বিভিন্ন ইউনিটের ডিজিটাল মিডিয়ার ব্যক্তিবর্গ।

স্বেচ্ছাসেবী সংস্থ্যা আমার এমপি আয়োজিত ‘Digital Literacy For Everyone ওয়ার্কশপে বক্তব্য রাখছেন আমার এমপি’র প্রতিষ্ঠা্তা ও চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত।
ওয়ার্কশপের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আমার এমপির ফাউন্ডার ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য দেন ভোলা ৩ আসনের অ্যাম্বাসেডর নজরুল ইসলাম শুভরাজ, পাবনা ৫ আসনের অ্যাম্বাসেডর জাহিদ হাসান ইমন ও ভোলা ২ আসনের সাবেক অ্যাম্বাসেডর শফিকুল গণি আসিফ।
ওয়ার্কশপে বিভিন্ন আসনের এম্বাসেডর, প্রতিষ্ঠাতা সদস্য/অফিস এক্সিকিউটিভ, ভলান্টিয়ার ও শুভাকাঙ্ক্ষিগন উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংস্থ্যা আমার এমপি আয়োজিত ‘Digital Literacy For Everyone ওয়ার্কশপে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান ও আমার এমপি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্তের সাথে দেশের বিভিন্ন জেলা থেকে আগত এম্বাসেডার, ভলান্টিয়ার ও শুভাকাঙ্ক্ষিগন।
