শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ
আমি আমার নিজের এলাকায় এলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়
…..শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ ৬ জুন শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি বলেন, এই তহবিল আমার ব্যক্তিগত নয়। সরকারি ভাবে সংসদ সদস্যের জন্য দেয়া এই তহবিল থেকে কাকে অর্থ প্রদান করবেন সেটি সংসদ সদস্যরাই ঠিক করে থাকেন। এ তহবিলের টাকা খুবই সীমিত, বেশী হলে আরো অনেককে দেয়া যেতো। তাছাড়া এই টাকা দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা সীমা আছে। একারনে এবছর অনেককেই দিতে পারছিনা। পর্যায়ক্রমে প্রত্যেক বছর এটি দেয়া হবে।

শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি আরো বলেন, এখান থেকে প্রায় ১’শত জনের তালিকা দেয়া হয়েছে। সেটি সংসদ সচিবালয় থেকে দুটি কিস্তিতে ভাগ করা হয়েছে। আজ ৩৯ জনকে প্রথম কিস্তির চেক দেয়া হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় কিস্তির চেক দেয়া হবে। তিনি আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে যতই ক্লান্ত হইনা কেনো, আমি আমার নিজের এলাকায় এলেই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। যে কারনে সুযোগ পেলেই আপনাদের কাছে ছুটে আশার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আমার উপর অর্পিত সকল দায়িত্ব যাথাযথ ভাবে পালন করতে পারি।

সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা বেগম পলিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারি, সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ডাঃ দীপু এমপি’কে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
