শুভ ঘোষ,মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন ও সড়ক পথের অবকাঠামোগত উন্নয়নের জন্য,দ্রুত সময়ের মধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ তিন উপদেষ্টার উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রায় ২০ লাখ মানুষের দীর্ঘদিনের বেশ কয়েকটি জোরালো দাবি, দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পরে দুপুর ২টার দিকে সাংবাদিকদের সার্বিক বিষয় তুলে ধরে ব্রিফ করেন,স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সভায় সরকারের গুরুত্বপূর্ণ ৩ উপদেষ্টা সহ নৌ বাহিনীর প্রধান,অর্থ মন্ত্রণালয়ের ৬-সচিব সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার ১৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এরআগে সভা শেষে,জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বিভিন্ন দর্শনীয় স্থান সমূহ নিয়ে প্রণীত “প্রত্নকথা” নামক তথ্যবহুল ও আকর্ষণীয় তথ্যচিত্র নির্ভর একটি  ভ্রমণ বই এর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টারা। এছাড়া ২৪শের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখার জন্য “২৪ বিপ্লবের সূতিকাগার” নামক আরও একটি বুকলিট ও প্রকাশিত হয়।
এছাড়া সভা চলাকালে আরো বক্তব্য রেখেছেন, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা,আদিলুর রহমান খাঁন সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান সহ আরও অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন,অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী,স্থানীয় সরকার বিভাগের মোঃ নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড.মোঃখায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মফিদুর রহমান,ন্যাশনাল, টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মো. গোলাম রসুল,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা,বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন,এলজিইডির প্রধান প্রকৌশলী মো.আব্দুর রশীদ মিয়া। এছাড়া মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার,জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম সরকার সহ জেলার অন্যান্য সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা।