সেশনজট দূর করা ও ত্রুটিপূর্ণ ফল পুনঃমূল্যায়নসহ ৫ দফা দাবিতে গতকাল (৮ জুলাই ২০১৯) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য আরো বলেন, সাত কলেজের বিষয়াদি দেখার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। প্রশ্ন প্রণয়ন সাত কলেজের শিক্ষকরাই করবেন। তাদের সার্টিফিকেটেও কোনো পরিবর্তন আনা হবে না। কলেজগুলোর জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডারও তৈরি করা হয়েছে। শিগগিরই তা প্রকাশ করা হবে।